শিল্পাঞ্চলে সবুজের আহবানে কবি সাহিত্যিকরা

সংবাদ সফর, দুর্গাপুর: চিন্তা বাড়াচ্ছে দূষণ। এসবের মধ্যেই নির্বিচারে বৃক্ষচ্ছেদন প্রকৃতি পরিবেশকে বিষময় করে তুলছে। প্রতিবাদে সরব পরিবেশপ্রেমীরা। বসে নেই কবি, সাহিত্যিকরাও। পরিবেশ রক্ষার লড়াইয়ে তারাও শামিল। সম্প্রতি দুর্গাপুরের সিটি সেন্টারে কল্পতরু বিল্ডিংয়ে পিএসপি পরিবারের কনফারেন্স হলে একটি সাহিত্য সভার আয়োজন করা হয়। ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা’মানব মৈত্রী’-র উদ্যোগে এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন রঘুনাথ গঙ্গোপাধ্যায়, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডঃ দেবমাল্য চট্টোপাধ্যায়, রনজিৎ কুমার যশ, ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, মায়া বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট কবি সাহিত্যিকরা। সভায় দুর্গাপুরের ক্রমবর্ধমান দূষণ নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করেন কবি সাহিত্যিকরা। সেক্ষেত্রে প্রকৃতি পরিবেশ রক্ষায় কবি সাহিত্যিকদের সামাজিক দায়বদ্ধতা বিষয়ে আলোচনায় অংশ নেন তারা। একইসঙ্গে শিল্পাঞ্চলের সার্বিক সবুজায়নের আহ্বান জানান কবি সাহিত্যিকরা। এই সভায় সমাজ সচেতনতা ও প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে পিএসপি পরিবারের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী সন্দীপ শিকদারকে সংবর্ধনা জ্ঞাপন করেন তারা। সভা শেষে সাহিত্যিক রনজিত কুমার যশের সাহিত্য সংকলন ‘ মুক্তির রণাঙ্গনে বাংলা (বঙ্গ)-র সপ্তম খন্ডের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।