ভেজাল ভোজ্য তেল! অভিযোগে হানা প্রশাসনের

সংবাদ সফর, আসানসোল: নামিদামি কোম্পানির স্টিকার লাগিয়ে ভেজাল ভোজ্য তেলের অবৈধ কারবার! এই অভিযোগে আসানসোল উত্তর থানা এলাকার মৌঝুরি এলাকায় হানা দিল এনফোর্সমেন্ট ও ফুট সেফটি বিভাগ। ওই এলাকার একটি ডিস্ট্রিবিউটরের গোডাউন থেকে বিপুল পরিমাণ ভেজাল ভোজ্য তেলের টিন উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ। তবে ওই সংস্থার মালিক ইন্দ্রপ্রসাদ সাউয়ের দাবি, এখানে কোনরকম ভেজাল বা বেআইনি কাজ কারবার হয় না। রাজস্থান থেকে সর্ষে ও বর্ধমান থেকে তুষের তেল এনে প্যাকেজিং করা হয় মাত্র। একইসঙ্গে এই সংস্থার সব রকমের বৈধ কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও সংশ্লিষ্ট প্রশাসনের জনৈক আধিকারিক জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে এখান থেকে বাজেয়াপ্ত তেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।