জেলা
উচ্ছেদ ঘিরে উত্তেজনা শহরে

- সংবাদ সফর, আসানসোল: জবর দখল উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত হল এলাকা। বুধবার এই অভিযানে বার্নপুরে আক্রান্ত হন ইস্কোর এক আধিকারিক বলে অভিযোগ মেলে। এদিন, কারখানার দখলিকৃত আবাসন খালি করার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট প্রশাসন। তাতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কোর এক শীর্ষস্থানীয় আধিকারিক। যদিও এই অভিযানে সিআইএসএফের হাতে নিগৃহীত হন মহিলা সহ এলাকার মানুষজন বলে অভিযোগ মেলে। তাদের বক্তব্য, বাড়িতে অভিভাবক না থাকায় চরম বিপাকে পড়ে যান পরিবারের লোকজন। কিন্তু অভিযানকারী দলের সদস্যরা বাড়িতে অসুস্থ রোগী থাকা সত্ত্বেও জিনিসপত্র বাইরে ফেলে দেন। এমনকি ভাঙচুরও চালায়। ফলে এক প্রস্থ উত্তেজনা ছড়ায় এলাকায় বলে জানা যায়। এ ব্যাপারে ইসকো কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, এই এলাকার পৌরপিতা অশোক রুদ্র বলেন, আবাসন খালি করার নোটিশ দেওয়া হয়েছিল আগে। কিন্তু ইস্কো কর্তৃপক্ষের পরিকল্পনার অভাবে এ ধরনের উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয় বলে জানান তিনি।