মেডিকেলে ভর্তির নামে প্রতারণা! ধৃত এক

সংবাদ সফর, দুর্গাপুর: মেডিকেলে ভর্তির নাম করে প্রতারণা! এই অভিযোগে এক ব্যক্তিকে পাকড়াও করে দুর্গাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত নগরীর মাধব তরফদার ও সিটি সেন্টারের দিব্যেন্দু মন্ডল নামের দুই পড়ুয়া অর্ণব দাস বর্মনকে মেডিকেলে কলেজে ভর্তি করানোর নামে মোট ১ কোটি ৬০ লক্ষ টাকা নেন। কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে তাদের ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই ব্যক্তি। কিন্তু বেশ কিছুদিন পর দিব্যেন্দু, মাধবরা জানতে পারেন তারা প্রতারিত হয়েছেন। এ ব্যাপারে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। তারই পরিপ্রেক্ষিতে তদন্তে নামে সংশ্লিষ্ট থানার পুলিশ। গত বুধবার অভিযুক্ত অর্ণব দাসবর্মনকে কলকাতার পঞ্চসায়র থানা এলাকার একটি বহুতল আবাসন থেকে পাকড়াও করা হয়। বৃহস্পতিবার দুর্গাপুর থানার পুলিশ ধৃতকে মহকুমা আদালতে পেশ করে । ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার অন্যান্যদের সন্ধানে নেমেছে পুলিশ।