প্রসূতি বিভাগের নয়া ভবনের উদ্বোধন হাসপাতালে

সংবাদ সফর, দুর্গাপুর: প্রসূতি বিভাগের নয়া ভবনের উদ্বোধন হল মহকুমা হাসপাতালে। শনিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার ডাঃ ধীমান মন্ডল সহ অন্যান্যরা। এছাড়াও হাসপাতাল সংস্কারের কাজেরও সূচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। হাসপাতালের সংস্কার ও প্রসূতি বিভাগের সম্প্রসারণ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন, পশ্চিম বর্ধমান সহ পার্শ্ববর্তী জেলা থেকেও রোগীরা চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসেন। সেক্ষেত্রে রোগীদের সুষ্ঠু পরিষেবার ক্ষেত্র প্রসারে হাসপাতালে সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে এ ধরনের সংস্কার ও সম্প্রসারণে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তের ভূমিকার প্রশংসা করেন রাজ্যের মন্ত্রী।