কুম্ভযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

সংবাদ সফর, আসানসোল: একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্ক রেল প্রশাসন। সাধারণ তীর্থযাত্রীদের নিশ্চিন্তে কুম্ভ যাত্রার ব্যবস্থা করতে তৎপর রেল কর্তারা। তারই লক্ষ্যে আসানসোল থেকে প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেনের টাইম পরিবর্তন করা হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল স্পেশাল এই ট্রেনটি। তার পরিবর্তে মঙ্গলবার দুপুর একটা ত্রিশ মিনিটে আসানসোল স্টেশন থেকে ছাড়ে বলে খবর মিলেছে। এছাড়াও কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা ও পদক্ষেপ নিয়েছেন রেল প্রশাসন। প্রাথমিক অনুমান প্রায় দু থেকে আড়াই হাজার যাত্রী এই স্পেশাল ট্রেনটি ধরার জন্য আসানসোলে আসতে পারেন। ফলে সব রকমের ব্যবস্থা মজুত রাখা হয়েছিল স্টেশন চত্বরে। যাত্রীদের বসার জন্য স্টেশনের মূল প্রবেশদ্বারের কাছে বিশেষ ব্যবস্থা করা হয়। অস্থায়ী ছাউনির ব্যবস্থা করা হয় সেখানে। গাড়ি স্টেশনে আসার পরে ‘জিগজ্যাগ’ পদ্ধতিতে প্যাসেঞ্জারদের ট্রেনে তোলার বিশেষ ব্যবস্থা করা হয় বলে জানান এডিআরএম প্রবীণ কুমার প্রেম।