বাংলায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন মৃতার মা

সংবাদ সফর, দুর্গাপুর: বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই। রাতবিরেতে পুলিশের নজরদারি নিয়েও বড়সড় প্রশ্ন তুললেন মৃতার মা। এমনকি মহিলা নিরাপত্তায় বিহার, ঝাড়খন্ডের মতো রাজ্যকে বাংলার তুলনায় এগিয়ে রাখলেন তারা। উল্লেখ্য, রবিবার রাতের দিকে বুদবুদ ও পানাগড়ের মাঝে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় বছর সাতাশের যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। হুগলী চন্দননগরের নারুয়া রায় পাড়ার বাসিন্দা পেশায় ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রাকে ইভটিজারদের কবলে পড়তে হয় বলে অভিযোগ। ইভটিজারদের গাড়ির উৎপাতের কারণে সুতন্দ্রাদের গাড়ি রাস্তার উপর উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে সওয়ার ওই যুবতীর। বাকিরা আহত হন। সোমবার মৃতার দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাংলায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন মৃতার মা তনুশ্রী চট্টোপাধ্যায় সহ তার আত্মীয় পরিজনেরা। এমনকি কাজের প্রয়োজনে ঝাড়খন্ড, বিহার সহ অন্যান্য রাজ্যে কোনও নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে হয়নি। কিন্তু বাংলায় নিরাপত্তার অভাবেই প্রাণ গেল সুতন্দ্রার বলে কার্যত ক্ষোভপ্রকাশ করেন তারা। একইসঙ্গে পুলিশের তরফে সব রকমের সহযোগিতা মিললেও এ ঘটনায় মূল অভিযুক্তদের সন্ধান না মেলায় পুলিশি তৎপরতা নিয়েও হতাশা ব্যক্ত করেন মৃতার পরিবার-পরিজনেরা। বলাই বাহুল্য, সম্প্রতি স্বামীর মৃত্যু হয়েছে তনুশ্রীদেবীর। এবার পরিবারের একমাত্র রোজগেরে মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। এদিকে, জাতীয় সড়কে এ ধরনের দুষ্কৃতী তান্ডবের ঘটনায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে জনমানসে। একইসঙ্গে এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের সন্ধান না মেলায় পুলিশি তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু এ ব্যাপারে পুলিশ প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।