বিয়েবাড়িতে মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে বিক্ষোভ

সংবাদ সফর, দুর্গাপুর: ফাঁসির দাবিতে সোচ্চার হল আতিশের পরিবার। শনিবার দুর্গাপুর মহকুমা আদালতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এদিন নিউ টাউনশিপ থানার অন্তর্গত ভ্যাম্বে কলোনিতে বিয়ের আসরে আতিশ বেদ নামের এক যুবককে খুনের অভিযোগে ধৃত চারজনকে আদালতে পেশ করা হয়। গত রবিবার দুর্গাপুরের অমরাবতী ভ্যাম্বে কলোনি হরি মন্দির সংলগ্ন এলাকায় বিয়ে বাড়িতে মৃত্যু হয় ওই যুবকের। শনিবার ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এ ঘটনায় নিউ টাউনশিপ থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে আদালতে পেশ করলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, বিয়ের আসরে গান বাজানোকে কেন্দ্র করে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের সংঘাত শুরু হয়ে যায়। এ ঘটনায় মৃত্যু হয় আতিশ বেদ নামে এক যুবকের। এ ঘটনায় অভিযুক্তদের আদালতে পেশ করার সময় চরম উত্তেজনা সৃষ্টি হয়। দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃত যুবকের বাড়ির লোকজনেরা। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। কিছুক্ষণ পর পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।