রাস্তা সংস্কারের শিলান্যাস হল শহরে

সংবাদ সফর, আসানসোল: রাস্তা সংস্কার ও সৌন্দর্যায়ন কাজের শিলান্যাস হল শহরে। শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে বার্নপুর স্কব গেট থেকে জুবিলী মোড় পর্যন্ত এই কাজের শিলান্যাস করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আড্ডা-র চেয়ারম্যান কবি দত্ত, জেলাশাসক এস পোন্নামবালাম, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আড্ডা-র সিইও রাজু মিশ্র সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে আড্ডা-র চেয়ারম্যান কবি দত্ত বলেন, দুর্গাপুরের মতো আসানসোলের রাস্তা সংস্কার সহ সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বার্নপুর স্কব গেট থেকে জুবিলী মোড় পর্যন্ত দীর্ঘ এই রাস্তা সংস্কারে প্রায় ১৫ কোটি টাকা খরচ হবে। এছাড়াও রাস্তার দুপাশে সুদৃশ্য ফুটপাত, ওয়াটার এটিএম সহ সৌন্দর্যায়নের বিভিন্ন কাজে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি। একইসঙ্গে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ৬ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে দাবি করেন চেয়ারম্যান কবি দত্ত। এরই পাশাপাশি চলতি মাসের কয়েক সপ্তাহের মধ্যে আড্ডা-র তরফে রাস্তা সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।