ফের প্রতিবাদে পথে ভূমি রক্ষা কমিটি

সংবাদ সফর, ২৮ মার্চ, দুর্গাপুর: প্রশাসনের একাংশ চরম চাপ সৃষ্টি করছে। কিন্তু পথ ছাড়তে নারাজ ভূমি রক্ষা কমিটি। জামিন পেয়েই ফের পথে নামার ডাক দিয়েছেন ভূমি রক্ষা কমিটির ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, সুমন গোপরা।শনিবার মিথ্যা মামলায় ফাঁসানো সহ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের তরফে গ্রেফতারি, হেনস্থার অভিযোগে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন কমিটির সদস্য-সমর্থকরা। এই কর্মসূচির ব্যাপারে ইতিমধ্যেই দুর্গাপুর থানা ও ওয়ারিয়া ফাঁড়িতে লিখিতভাবে জানানো হয়েছে বলে ভূমি রক্ষা কমিটির তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ মার্চ বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারে পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। এ ব্যাপারে গত ১৬ মার্চ দুর্গাপুর নগর নিগমের ৩৫ নং ওয়ার্ডের গোপালমাঠ জল ট্যাংকের সামনে গণস্বাক্ষর অভিযান চালায় ভূমি রক্ষা কমিটির সদস্য সমর্থকেরা। বলাই বাহুল্য, ওই এলাকা লাগোয়া একটি বেসরকারি সিমেন্ট কারখানা ও কেন্দ্রীয় তাপবিদ্যুৎ সংস্থা ডিএসটিপিএস-র বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগে সোচ্চার হন কমিটির ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, সুমন গোপরা। কিন্তু গত ১৯ মার্চ রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদের সামনে থেকে জোরপূর্বক আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের তালিকায় মিহির পাল নামের সত্তোরর্ধ্ব বৃদ্ধও ছিলেন। গত ২৪ মার্চ ধৃতদের মধ্যে জেল হেফাজতে থাকা ৮ জনের জামিন মঞ্জুর করে দুর্গাপুর মহকুমা আদালত। কিন্তু পুলিশ হেফাজতে থাকা এই আন্দোলনের অন্যতম মুখ ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় ও সুমন গোপদের জামিন নামঞ্জুর হয়ে যায়। অবশেষে ২৭ মার্চ তারা জামিনে মুক্তি পান। এসবের পাশাপাশি দু দফায় ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেশ করতে পারেনি পুলিশ প্রশাসন বলে দাবি করেছেন অভিযুক্তদের আইনজীবী অলক ঘোষ। তবে আপাতত মুক্তি পেলেও প্রশাসনের একাংশের চাপ বাড়ছে ক্রমশই। কিন্তু লড়াই আন্দোলন থেকে পিছু হটতে নারাজ তারা এমনটাই জানিয়েছেন ভূমি রক্ষা কমিটির সদস্য সমর্থকরা। তাদের ওপর চরম পুলিশি নির্যাতনের প্রতিবাদে শনিবার মিছিল সহ পথসভার ডাক দেওয়া হয়েছে বলে জানান ধ্রুবজ্যোতি, সুমনরা। একইসঙ্গে দুর্গাপুরে দূষণের বিরুদ্ধে তাদের আন্দোলনের পাশে থাকার জন্য সমাজের সর্বস্তরের মানুষজনকে আহ্বান জানিয়েছেন ভূমি রক্ষা কমিটির সদস্য সমর্থকরা।