‘চলো যাই ঈদের বাজার’ কর্মসূচি বিধায়কের

সংবাদ সফর, ৩০ মার্চ, দুর্গাপুর: রাত পোহালেই উৎসব রাত পোহালে উৎসব। তাই ঈদের প্রাক্কালে রবিবার কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিলেন বিধায়ক। ‘ চলো যাই ঈদের বাজার’ কর্মসূচিতে তাদের সঙ্গে নিয়ে ঈদের বাজার করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বাজারে এলাকার বিভিন্ন দোকানের প্রায় ২০০ বাচ্চার পছন্দের সামগ্রী তুলে দেওয়া হয়। উৎসবের প্রাক্কালে এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিনব উদ্যোগে খুশি শিশু, কিশোরদের অভিভাবকরাও। এ প্রসঙ্গে রুস্তম ইরানী বলেন, বিধায়ক তাদের অভিভাবক। ঈদের আগে ছোট বড় সকলের মুখে হাসি ফোটাতে তৎপর হন তিনি। বড়দের শাড়ি, সালোয়ার, লুঙ্গি থেকে শুরু করে ঈদের দিনে লাচ্ছা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলে জানান তিনি। বিধায়ক বলেন, সম্প্রীতি ও সংস্কৃতির এলাকা পাণ্ডবেশ্বর। এখানে সর্বধর্ম সমন্বয়ের কথা মাথায় রেখে সকলের উৎসবে মেতে ওঠেন এলাকার মানুষজন। তাই বড়দের পাশাপাশি কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ বলে জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক।