মোদির সভাস্থল পরিদর্শনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সংবাদ সফর, দুর্গাপুর, ১৩, জুলাই: শিল্পাঞ্চলে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে নরেন্দ্র মোদির সভার আয়োজনে জোর তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। রবিবার মোদীর সভার প্রাক-প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে দুর্গাপুরে আসেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। এদিন কেন্দ্রীয় পর্যবেক্ষক সহ বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ ধন্ড, রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেতৃত্ব স্টেডিয়ামের মোদির সভাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য, ১৮ জুলাই বিহারে মতিহারির সভা শেষে আকাশপথে অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে গেইল, আইওএল সহ বেশ কিছু সংস্থার কেন্দ্রীয় প্রকল্পের সূচনা শেষে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি বলে বিজেপি সূত্রে খবর মিলেছে। দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে সভা প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, মোদিজীর সভায় দুই থেকে আড়াই লক্ষ মানুষের সমাগম হবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া থেকে দলের কর্মী সমর্থকেরা এই সভায় যোগ দেবেন বলে জানান তিনি। বলাই বাহুল্য, প্রধানমন্ত্রীর সভা সফল করতে দুর্গাপুরে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুর শিল্পাঞ্চলে বিভিন্ন প্রান্তে মোদিজীর সভার সমর্থনে দেয়াল লিখন সহ দলীয় স্তরে বৈঠক চলছে পুরোদমে। ২০১৯ সালের পর দুর্গাপুরে মোদীজির সফর ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে চরম উৎসাহের সঞ্চার হয়েছে। দলের সর্বস্তরের কর্মী সমর্থকরা বিজেপির ‘মডেলম্যান’ নরেন্দ্র মোদির সভা সফল করতে কোন কসুরই বাদ দিচ্ছেন না বলে জানান তিনি।