শিল্পাঞ্চল

রাজ্যে শিল্পের প্রসারে সহযোগিতার আশ্বাসে সিআইআই

সংবাদ সফর,দুর্গাপুর, ১৯, জুলাই: রাজ্যের শিল্প নিয়ে নেতিবাচক মনোভাব দূর করতে হবে। শনিবার সিটি সেন্টারের সিটি রেসিডেন্সিতে সিআইআই-এর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের সেমিনারে এমনই বার্তা দিলেন সংগঠনের কর্তাব্যক্তিরা। এদিন সিআইআই-এর ওয়েস্ট বেঙ্গল টেট কাউন্সিলের এই সেমিনারে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যে শিল্পের প্রসারে মুখ্যমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন শিল্পপতি ও উদ্যোগপতিরাও এ রাজ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তবে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে বলে দাবি করেন মন্ত্রী। এই সেমিনারে স্টেট কাউন্সিলের চেয়ারম্যান দেবাশীষ দত্ত বলেন, সর্বভারতীয় স্তরে শিল্পের গড় উৎপাদন বৃদ্ধির তুলনায় বাংলার বৃদ্ধির লেখচিত্র বেশ আশাব্যঞ্জক। এই মুহূর্তে দেশে সিআইআই-এর সদস্য সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে এই সংগঠনে হাজারের বেশি সদস্য হয়েছেন এই বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, এই শিল্পে যুব ও মহিলা উদ্যোগ বা শিল্পপতিদের প্রতিনিধিত্ব বাড়াতে সিআইআই সর্বতোভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তার বক্তব্যে সমর্থনে দেবাশীষবাবু বলেন, ৮৪ হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মধ্যে প্রায় ২৯ হাজার শিল্প প্রতিষ্ঠান মহিলা উদ্যোগ বা শিল্পপতিরা পরিচালনা করছেন। একইসঙ্গে রাজ্যে শিল্পের প্রসারে সরকার বা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন কাউন্সিল চেয়ারম্যান। শনিবার এই সেমিনারে এডিডিএ তথা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্টাল কাউন্সিলের নব ঘোষিত চেয়ারম্যান কবি দত্ত বলেন, বর্তমানে বৃহৎ শিল্প স্থাপনের সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে জেলার শিল্প বান্ধব পরিবেশকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে প্রচেষ্টা চালাতে হবে। আর তাতেই কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে বলে দাবি করেন তিনি। বক্তব্যের সমর্থনে খনি শিল্পাঞ্চল সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের প্রসঙ্গ উদযাপন করেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। এই সেমিনারে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রূপক বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button