শুভেন্দুর ওপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভে বিজেপি

সংবাদ সফর, ২৫ মার্চ, দুর্গাপুর: পিছু হটতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। লন্ডন সফরে বাকিংহাম শহরের রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে হাঁটার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার দুর্গাপুরের ডিভিসি মোড় লাগোয়া সিটি সেন্টার যাওয়ার রাস্তায় বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নেয় বিজেপি। সেদিন সেদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান দলের কর্মী সমর্থকেরা। বিক্ষোভ অবস্থান প্রসঙ্গে জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী নেতৃত্বে সনাতনী হিন্দুরা এককাট্টা হতে শুরু করেছেন। সেক্ষেত্রে আগামী দিনে পিছু হটা ছাড়া তৃণমূলের কোনো উপায় নেই। একইসঙ্গে এদিন, বারুইপুর, বাকসাড়া সহ বিভিন্ন এলাকায় বিরোধী দলনেতার উপর আক্রমণ চালাচ্ছে তৃণমূলের মদতপুষ্ট বিশেষ সম্প্রদায়ের মানুষজন। সেক্ষেত্রে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি মমতা সরকার সহ তৃণমূলের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার ডাক দেন ওই জেলা বিজেপি নেতা।