ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস বিধায়কের

সংবাদ সফর, আসানসোল: ব্যবসায়ী ও দোকানদারদের সমস্যা সমাধানে প্রচেষ্টা চালাবেন। পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক অগ্নিমিত্র পাল। সোমবার চিত্তরঞ্জনের আমলাদহি মার্কেট এলাকার বৈধ ও অবৈধ দোকানদারদের বিভিন্ন দাবিদাওয়ার নিয়ে সংশ্লিষ্ট রেল মন্ত্রক সহ সিএলডব্লিউ-র আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, পুজোর আগে রেলের জমি পুনরুদ্ধারে অভিযান চালায় সিএলডব্লিউ কর্তৃপক্ষ। সেক্ষেত্রে চিত্তরঞ্জন আমলাদহি মার্কেটের বেশ কিছু দোকান ভাঙ্গা পড়ে। তবে বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ও অগ্নিমিত্রা পাল ছট পুজো পর্যন্ত এই অভিযান স্থগিত রাখার আবেদন জানান। তারই পরিপ্রেক্ষিতে আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়েছে বলে দাবি অগ্নিমিত্রার। এদিন, এই মার্কেটের দোকানদারদের অনুরোধ ক্রমে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক। একইসঙ্গে ব্যবসায়ী ও দোকানদারদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন সহ মন্ত্রকের সঙ্গে আলোচনার আশ্বাস দেন বিধায়ক অগ্নিমিত্রা পাল।