শিল্পাঞ্চল

অন্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পক্ষে সওয়াল সাংসদের

সংবাদ সফর, দুর্গাপুর: অন্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার স্বপ্ন দেখালেন সাংসদ। সোমবার অন্ডাল বিমাননগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এমনই ইচ্ছাপ্রকাশ করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সাংসদ কীর্তি আজাদ। একইসঙ্গে সামাজিক ও ব্যবসায়িক দিক থেকে এই বিমানবন্দরের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। এদিন, বিমানবন্দর লাগোয়া বিমাননগরীর রাস্তাঘাট নিকাশী ব্যবস্থা সহ পরিকাঠামোগত সার্বিক উন্নয়নের বিষয়ে সাংসদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন অ্যাসোসিয়েশনের কর্তারা। বৈঠক শেষে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সাংসদের সঙ্গে বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সাংসদের তরফে এ ব্যাপারে সব রকমের সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানান তারা। উল্লেখ্য, বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা অন্ডালের এই বিমানবন্দর ঘিরে আইটি পার্ক, স্কুল, কলেজ হাসপাতাল, শপিং মল, আবাসন প্রকল্পের বিস্তার ঘটেছে। বলাই বাহুল্য, বাম আমলের শেষের দিকে এই বিমানবন্দর তৈরীর কাজ শুরু হয়। পরবর্তীতে তৃণমূল আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত এই বিমানবন্দরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয় জোর গতিতে। মমতার রাজত্বকালেই হেলিকপ্টার পরিষেবা শুরু হয় এই বিমানবন্দরে। এই বিমানবন্দরে রাজ্যের অংশীদারিত্ব রয়েছে। বর্তমানে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের কারণে দিল্লি, মুম্বাই, চেন্নাই , ব্যাঙ্গালোর সহ বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলার বিমান পরিষেবা চলছে। দিনে দিনে দক্ষিণ বঙ্গের এই বিমানবন্দরের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ছে। শিল্প ও বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত হচ্ছে এই বিমানবন্দর ঘিরে। সেক্ষেত্রে এই বিমাননগরীর সার্বিক পরিকাঠামোগত উন্নয়নে সাংসদের সহযোগিতার আবেদন জানিয়েছেন অন্ডাল বিমাননগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিরা। উল্লেখ্য, গত বর্ষায় অন্ডাল বিমাননগরীর প্রায় জল থই থই অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট সহ পরিকাঠামো উন্নয়নে অভিযোগ অ্যাসোসিয়েশনের। তবে এ ব্যাপারে সাংসদ কীর্তি আজাদের সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানে আশা মিলেছে বলে জানান সংগঠনের প্রতিনিধিরা। এ ব্যাপারে সাংসদ কীর্তি আজাদের তরফে সংশ্লিষ্ট বেঙ্গল অ্যারোট্রোপলিস প্রজেক্ট লিমিটেডের চেয়ারম্যান তথা মুখ্যসচিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। একইসঙ্গে অন্ডাল বিমানবন্দরের সামাজিক ও ব্যবসায়িক গুরুত্ব প্রসঙ্গে অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার ইচ্ছাপ্রকাশ করেন সাংসদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button