জেলা
অন্নপূর্ণা ভান্ডারের পক্ষে সওয়াল অগ্নিমিত্রার

সংবাদ সফর, আসানসোল: ফের তিন হাজার টাকা মহিলা ভাতার প্রসঙ্গ তুললেন অগ্নিমিত্রা। রাজ্যে তৃণমূলের লক্ষীর ভান্ডারের পালটা হিসেবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডারের কথা উঠে এল আসানসোল দক্ষিণের বিধায়কের কথায়। তবে ভাতার পাশাপাশি রাজ্যে বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানের পক্ষে জোর সওয়াল করেন তিনি। মঙ্গলবার এলাকার সমস্যা খতিয়ে দেখতে পাড়ায় পাড়ায় দিদিভাই প্রকল্প নিয়ে বৈঠক করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাড়ার বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন সমস্যা বিষয়েও আলোচনা করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাংলায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার পক্ষে তার অভিমত ব্যক্ত করেন। একইসঙ্গে রাজ্যে শিল্পের হতশ্রী দশার অভিযোগে শাসকদলকে আক্রমণ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।