অনুব্রত মণ্ডলের জেলমুক্তিতে খুশির হাওয়া কুলটিতেও
সংবাদ সফর, আসানসোল: জামিনে ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল। এই খবরে খুশি তৃণমূল কর্মী সমর্থকেরা। তবে শুধু বীরভূমই নয়, পাশের জেলা পশ্চিম বর্ধমানেও পথে নামলেন দলের নেতাকর্মীরা। প্রায় দু বছরের বেশি সময় ধরে গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট মন্ডল। সম্প্রতি কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। এই খবরে বীরভূম জেলায় রীতিমতো সাজ সাজ রব পড়ে গিয়েছে তৃণমূলে। পাশাপাশি সোমবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের কুলটির বরাকরের বেগুনিয়া মোড়ে ঢাক বাজিয়ে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন পথ চলতি মানুষদের মধ্যে নকুলদানা, বাতাসা বিলি করা হয়। প্রসঙ্গত, এর মত কাজ গত লোকসভা নির্বাচনের সময় আসানসোল লোকসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল। এদিন এই কর্মসূচি প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে তাকে জেলবন্দী করা করেছিল। শেষমেষ তার জেল মুক্তিতে খুশির আনন্দে পথে নেমেছেন দলের কর্মী সমর্থকরা বলে জানান তৃণমূল নেতা সুব্রত ভাদুড়ী।