জেলা
বিপুল পরিমাণে অস্ত্র,গুলি উদ্ধার সহ ধৃত দুই
সংবাদ সফর, আসানসোল: বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল এসটিএফ। শনিবার সন্ধ্যায় বাংলা ঝাড়খন্ড সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের উপর রাজ্য পুলিশের এসটিএফের তরফে একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় ১০টি আগ্নেয়াস্ত্র, ৫৪ রাউন্ড কার্তুজ। পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্য থেকে এই অস্ত্র,গুলি আনা হচ্ছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এ ব্যাপারে কুলটি থানায় এফআইআর করা হয়। এ ঘটনায় মিনারুল ইসলাম (৩৩),সফিকুল মন্ডল (৩৭) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। দুজনই মুর্শিদাবাদের বাসিন্দা বলে খবর মিলেছে। রবিবার তাদের আদালতে তোলা হবে।