মুখ্যমন্ত্রীর ওপর হামলার সম্ভাবনা! পোস্টের জেরে গ্রেফতার এক

সংবাদ সফর, দুর্গাপুর, ১৪ এপ্রিল: মুখ্যমন্ত্রীর ওপর হামলার সম্ভাবনা! সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত এই পোস্টের জেরে বাদল লস্কর নামের এক রেলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এ ধরনের উস্কানিমূলক পোস্টের পরিপ্রেক্ষিতে দুর্গাপুর পুলিশ থানায় একটি অভিযোগ দায়ের করেন দুর্গাপুর আদালতের আইনজীবী সুদীপ দেবনাথ। তড়িঘড়ি ফেসবুকে দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দা বাদল লস্করের তথ্য তালাশ করে রবিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে এ সংক্রান্ত একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবী সুদীপ দেবনাথ। তার কথায়, বর্তমানে রাজ্যজুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এসবের মধ্যেই ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হতে পারে বলে মন্তব্য করেন বাদল লস্কর। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রাণ সংশয়ের আশঙ্কার পাশাপাশি এ ধরনের উস্কানিমূলক পোস্টে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। তারই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর পুলিশ থানায় একটি অভিযোগপত্র দায়ের করা হয় বলে জানান আইনজীবী সুদীপ দেবনাথ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার ওই ব্যক্তির নামে একটি মামলা দায়ের করার পাশাপাশি তাকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগকারী ওই আইনজীবী।