শিল্পাঞ্চল
অনিয়ন্ত্রিত টোটো চলাচলের অভিযোগে পথে অটোচালকরা
সংবাদ সফর, দুর্গাপুর: অটো টোটো বিবাদ প্রকাশ্যে এল শিল্পাঞ্চলে। বুধবার শহর শিল্পাঞ্চলে অনিয়ন্ত্রিত টোটো চলাচলের অভিযোগে বিক্ষোভ মিছিলে শামিল হন অটোচালকরা। এদিন, ডিভিসি মোড় থেকে মিছিল শেষে অটোচালকদের তরফে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। অটোচালকদের বক্তব্য, নির্দিষ্ট অটো রুটে বেআইনিভাবে টোটো চলাচল করছে। সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় দিনের পর দিন টোটোর সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে রুজিরুটির টান পড়ছে অটোচালকদের বলে অভিযোগ করেন তারা। একইসঙ্গে এদিন টোটো চলাচলের ক্ষেত্রে সুষ্ঠু সরকারি নিয়ম নীতি প্রনয়ন, রুটের আবেদনকারী অটোচালকদের পারমিট প্রদান সহ বিভিন্ন দাবিতে সরব হন অটোচালকরা।