ক্রেডিট কার্ডের নামে প্রতারণা, অভিযোগে ধৃত তিন

সংবাদ সফর, আসানসোল: ক্রেডিট কার্ডের নামে প্রতারণা। এই অভিযোগে আলিম আনসারি, আবুল হাসান, আরশাদ আনসারি নামের এই প্রতারণা চক্রের তিন সদস্যকে পাকড়াও করে আসানসোল সাইবার থানার পুলিশ। এরা সকলেই ঝাড়খন্ডের জামতাড়ার বাসিন্দা। এ বিষয়ে সাইবার ক্রাইম দপ্তরে সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট বিভাগের কর্তাব্যক্তিরা জানান, ক্রেডিট কার্ড সংক্রান্ত প্রতারণা বিষয়ে বিভিন্ন ব্যবসায়ী অভিযোগ করেন। তাদের ব্যাংক থেকে প্রতারিত করে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগে জানান তারা। তারই পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম দপ্তরের অফিসাররা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে হীরাপুর থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে সাংবাদিকদের জানান সাইবার কর্তারা। প্রতারকরা ব্যবসায়ীদের গ্রুপ থেকে তাদের ফোন নং সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে ব্যবসায়ীদের ক্রেডিট কার্ডের লোভনীয় অফার বা জরুরী ভিত্তিতে রিনিউ করার অফার দেওয়া হয়। হাইটেক পদ্ধতিতে ব্যবসায়ীদের ব্যাংকের তথ্য সংগ্রহ সহ সেখান থেকে একাউন্ট নং সহ ওটিপির সাহায্যে টাকা হাতিয়ে নিত অভিযুক্তরা বলে জানান সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। এই চক্রের মূল পান্ডা সহ কতজন ব্যবসায়ী এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন – সে বিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান তারা।