জেলা

জলপ্রকল্পে সংঘর্ষ মামলায় জামিন পেলেন জিতেন্দ্র

সংবাদ সফর, আসানসোল: জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের জামুড়িয়ায় জল প্রকল্পে গন্ডগোলের জেরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পুলিশের তরফে মামলা করা হয়। সোমবার আসানসোল জেলা আদালতে আত্মসমর্পণ করেন তিনি । জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে আত্মসমর্পণ করেন এই মামলায় অভিযুক্ত গোপী পাত্র। দুপুরের পরে সিজিএমের এজলাসে সওয়াল জবাব শুরু করেন অভিযুক্ত জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী শেখর কুন্ডু। শেষমেষ বিচারক ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জিতেন্দ্র তেওয়ারির জামিন মঞ্জুর করেন। জামিন পান গোপী পাত্রও। ১৪ দিন পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানান শেখর কুন্ডুর সহকারী খুরশিদ আলম। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি জামুড়িয়ার দরবারে ডাঙ্গায় জল প্রকল্পে যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। অজয় নদের এই জল প্রকল্প অবৈজ্ঞানিক ভাবে বালি তোলার জন্য নষ্ট হতে বসেছে, তারই পরিপ্রেক্ষিতে দলের কর্মী-সমর্থকদের নিয়ে তিনি সেখানে যান বলে জানা যায়। সেখানেই শাসক দলের লোকজনদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন জিতেন্দ্র তেওয়ারি। এদিকে, ওই জল প্রকল্পের এক নিরাপত্তা রক্ষীর অভিযোগের ভিত্তিতে জামুড়িয়া থানার পুলিশ জিতেন্দ্র তিওয়ারি এবং তার সহযোগী গোপী পাত্রর বিরুদ্ধে এফআইআর করে। এদিন সেই মামলাতেই জামিন পান জিতেন্দ্র তিওয়ারি। সোমবার জামিন পেয়ে ওই বিজেপি নেতা সাংবাদিকদের বলেন, স্থানীয় মানুষজনের জল সমস্যা দূর করতে মেয়র থাকাকালীন জামুড়িয়ার দরবারডাঙ্গায় ওই জল প্রকল্পে সূচনা করা হয়। কিন্তু অজয় নদে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার ফলে জল প্রকল্পটি নষ্ট হতে বসেছে। তারই পরিপ্রেক্ষিতে ওই প্রকল্প স্থলে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও মাফিয়াদের হামলার মুখে পড়তে হয় তাদের। কিন্তু যত আক্রমণে আসুক না কেন, তাকে দমিয়ে রাখা যাবে না। তার বিরুদ্ধে শাসক নেতাদের প্ররোচনায় পুলিশ প্রশাসনের তরফে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু দরবার ডাঙ্গার ওই জল প্রকল্প বাঁচাতে প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত বলে জানিয়ে দেন জিতেন্দ্র তেওয়ারি। এ ব্যাপারে অবশ্য আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের বক্তব্য, ওই জল প্রকল্পটি পুর নিগমের অধীনে নয়। সেক্ষেত্রে সেদিনের সেই ঘটনার বিষয়ে তিনি ও তার দল কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button