শিল্পাঞ্চল

বেআইনি লোহা পাচারের অভিযোগে ধৃত ২

সংবাদ সফর, দুর্গাপুর: অবৈধ লোহা বোঝাই ভ্যান আটক করল পুলিশ। একইসঙ্গে বেআইনিভাবে লোহা পাচারের দায়ে সগড়ভাঙা কুসুম তলার বাসিন্দা এমডি রাজা খান ও সাগর আঁকুড়ে নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতের দিকে দুর্গাপুর আইটিআই মোড় থেকে নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ এই পিকআপ ভ্যান সহ তার চালককেও আটক করে। এই ভ্যানে কয়েক টন লোহার অ্যাঙ্গেল নিয়ে পাচার করা হচ্ছিল। যার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নবান্নে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা, বালি, লোহা সহ বিভিন্ন বেআইনি কাজ কারবার বন্ধে কড়া নির্দেশ দেন তিনি। তারপর থেকেই এ ধরনের কাজ কারবার রুখতে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button