কুমারী পূজা উপলক্ষে ভক্তদের ভিড় বেলুড় মঠে
সংবাদ সফর, হাওড়া: কুমারী পুজো উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামল বেলুড় মঠে। শুক্রবার মহাঅষ্টমীর পূণ্য তিথিতেশাস্ত্রীয় প্রথা মেনে দুর্গাপুজোর পাশাপাশি কুমারী পুজোর আয়োজন করেন মঠের মহারাজরা। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের উদ্যোগে ১৯৩১ খ্রিস্টাব্দে বেলুড় মঠে প্রথম দুর্গাপুজোর সূচনা হয়। সেদিন থেকে আজও অবধি দেবী দুর্গার আরাধনায় মাতেন মঠের মহারাজ সহ ভক্তরা। পাশাপাশি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পদাঙ্ক অনুসরণ করে এখানে কুমারী পুজোরও আয়োজন করা হয়। এবারে মঠে বেলুড়ের বাসিন্দা পাঁচ বছরের সানভি মুখোপাধ্যায়কে কুমারী দেবীরূপে পুজো করা হয়। মন্ডপের সামনে মঠ প্রাঙ্গনে অর্থসহ সাধারণ মানুষজনের বসার জায়গা করে দেওয়া হয় । এছাড়াও মঠের বিভিন্ন প্রান্তে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি পুজোর অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেন উদ্যোক্তারা।