রাজ্য কমিটি ঘোষণা বেঙ্গল পাক্ষিক পত্রিকার সমিতির
সংবাদ সফর, বাঁকুড়া: রাজ্য কমিটি ঘোষণা করা হল বেঙ্গল পাক্ষিক সমিতির। এই কমিটির মুখ্য উপদেষ্টা হয়েছেন ‘গাছ মাস্টার’ অরূপ চৌধুরী ও পীযূষকান্তি দেব। সভাপতি পদে রয়েছেন বৈদ্যনাথ কোঙার। কার্যকরী সভাপতি পদে রাখা হয়েছে শুভাশীষ ঘোষ, রণেন শীল, আনন্দগোপাল গোস্বামীকে। সাধারণ সম্পাদক পদে পুনরাভিষিক্ত হয়েছেন সুশান্ত বন্দ্যোপাধ্যায়। সহ-সভাপতি পদের রয়েছেন সৌমেন কোনার মোল্লা শফিকুল ইসলাম ও অভীক চট্টোপাধ্যায়। রাজ্য সহ-সম্পাদক হিসেবে রাখা হয়েছে শেখ আব্বাসউদ্দিন, প্রদীপ কুমার মন্ডল, শান্তা প্রামানিক সহ সুমন্ত সোমকে। কোষাধ্যক্ষ পদে আনা হয়েছে পার্থসারথী বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও শেখ কৌশিক আহমেদ, রামকৃষ্ণ চট্টোপাধ্যায়, কৌশিক চট্টরাজ, সৌমেন রায়, কাজী শাহনওয়াজ, অভিষেক চৌধুরী সহ অন্যান্যদের স্থান হয়েছে সমিতির রাজ্য কমিটিতে।
শনিবার বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত আকুইয়ে রাজ্য কমিটি ঘোষণার পাশাপাশি ‘রাঢ় সংবাদ’ পত্রিকার আনুষ্ঠানিক সূচনা করা হয়। আকুইয়ের বন্ধন লজে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘গাছ মাস্টার’ নামে পরিচিত জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরি, ইন্দাস থানার আধিকারিক , আকুই ফাঁড়ির আইসি সহ বিশিষ্টজনেরা। এদিন, ‘রাঢ় সংবাদ’-এর সম্পাদক তথা এসএস নিউজ পোর্টালের কর্ণধার শেখ আব্বাস উদ্দিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা। একইসঙ্গে রাঢ় সংবাদ ও এস এস নিউজ পোর্টালের সাফল্য কামনা করেছেন তারা। এদিন, এই সভামঞ্চে বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির বাঁকুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে ‘রাঢ় সংবাদ’ এর সম্পাদক শেখ আব্বাস উদ্দিনকে মনোনীত করা হয়। জেলা থেকে বিভিন্ন পত্রপত্রিকার সার্বিক উন্নয়নে বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতি সর্বতোভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন সংগঠনের সভাপতি বৈদ্যনাথ কোঙার ও সাধারণ সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায়।