বাইক,মোবাইল চুরির ঘটনায় অভিযুক্ত পুলিশ হেফাজতে

সংবাদ সফর, দুর্গাপুর: বাইক, মোবাইল চুরির ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল পরামানিককে ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুর্গাপুর কোক ওভেন থানায় সাংবাদিক সম্মেলনে ৬০টি মোবাইল ফোন সহ ১৬টি বাইক উদ্ধারের কথা জানান ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা। একইসঙ্গে এ ঘটনায় ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা উজ্জল পরামানিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার ধৃত উজ্জ্বল পরামানিককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ধৃতের ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, আসানসোল, দুর্গাপুর এলাকায় মোবাইল, বাইক সহ চুরির ঘটনায় চিন্তা বাড়িয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তিদের। তারই পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে বড়সড় সাফল্য পায় পুলিশ। বুধবার শহরে বড়দিনের আনন্দঘন মুহূর্তে পুলিশের বড়সড় সাফল্যের কথা সাংবাদিকদের জানান ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা। তার কথায়, গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ বুধবার ক্ষুদিরাম কলোনির দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় উজ্জ্বল পরামানিকের বাড়িতে হানা দেয়। তাকে গ্রেফতারের পাশাপাশি ওই বাড়ি থেকে ৬০টি মোবাইল ও ১৬ টি বাইক উদ্ধার করে পুলিশ। চুরি যাওয়া মোবাইল, বাইক কেনাবেচার কাজ করতেন ওই অভিযুক্ত। এসব কাজে জড়িত অন্যান্যদের খোঁজতল্লাশ শুরু হয়েছে। সেক্ষেত্রে ধৃত উজ্জ্বল পরামানিককে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে বলে জানান ওই পুলিশকর্তা। সেই মোতাবেক বৃহস্পতিবার ধৃত উজ্জ্বল পরামানিককে আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ধৃতের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।