ক্লাসিকাল মিউজিক ফেস্টিভ্যালের সূচনা শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর: মহা সমারোহে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের সূচনা হল শিল্পাঞ্চলে। শনিবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে শাস্ত্রীয় সংগীত উৎসবের আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নামবালাম, বিশিষ্ট তবলাবাদক তথা রাজ্য সংগীত একাডেমীর চেয়ারম্যান তন্ময় বোস, মুখ্য উপদেষ্টা পদ্মশ্রী পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত দেবজ্যোতি বোস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা সহ অন্যান্যরা। দুর্গাপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় দুদিনের এই সংগীত উৎসবের সূচনা হয় সরোদ শিল্পী অভিজিৎ লাহিড়ী ও তবলা বাদক উজ্জ্বল ভারতীর সুর সঙ্গতে। পরে মঞ্চে সংগীতকলা পরিবেশন করেন স্বনামধন্য তবলাবাদক কুমার বোস ও তার সহশিল্পীরা। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠান ঘিরে সংস্কৃতিপ্রেমী মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।