জেলা
বাজার অভিযানে টাস্ক ফোর্স

সংবাদ সফর, আসানসোল: বাজারে অভিযানে নামল প্রশাসন। সোমবার সন্ধ্যেবেলায় আসানসোল মেন বাজারে অভিযান চালান প্রশাসনের কর্তাব্যক্তিরা। অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) সঞ্জয় পালের নেতৃত্বে এই টাস্ক ফোর্সে ছিলেন প্রশাসন সহ সংশ্লিষ্ট কৃষি বিভাগের আধিকারিকরা। এদিন, বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। ন্যায্য মূল্য, সঠিক ওজন সহ গুণগত মান বজায় রেখে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রয়ে দোকানদারদের সতর্ক করা হয়। উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম দিনে দিনে বাড়ছে। ফলে সাধারণ গেরস্থ চরম বিপাকে পড়েছেন। সেক্ষেত্রে বাজারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর প্রশাসন।