ন্যাশনাল পারফর্মিং আর্টস্ চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে ঘরে ফিরলো বুদবুদ এর এস এন ডি ড্যান্স অ্যাকাডেমির কলা কুশলীরা।
সবুজ সফর : গত ৩১ আগষ্ট উত্তর প্রদেশের অযোধ্যায় অনুষ্ঠিত হয় এই নৃত্য প্রতিযোগিতা। ভারত বর্ষের সকল রাজ্য থেকে প্রতিটি রাজ্যের বিজয়ী নৃত্য গ্রুপদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ।
আজ দুপুরে এস এন ডি ড্যান্স গ্রুপের শিক্ষক সহ সকল কলা কুশলীরা মানকর স্টেশনে নামলে তাদের স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য এগিয়ে আসেন গলসী ১ নং ব্লকের বুদবুদ অঞ্চলের সাধারণ মানুষ থেকে ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা। তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
শিক্ষক দীপক তাঁতি জানান
যে তারা প্রথমে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গত ৬ আগষ্ট আসানসোলের বার্নপুরে। সেখানে ওনারা রাজ্যের মধ্যে প্রথম হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এর জন্য সিলেক্ট হন। গত ৩১ আগষ্ট উত্তর প্রদেশের অযোধ্যায় হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বিজিত হয়ে ওনারা ইন্টার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হয়েছেন। ইন্টারন্যাশনাল ড্যান্স চ্যাম্পিয়নশিপে আগামী ডিসেম্বর মাসে নেপালের মাটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা।
নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ।