পুলিশের জালে আরও এক ব্যবসায়ী, শোরগোল শহরে
সংবাদ সফর, আসানসোল: উইলসনের পর এবার দীনেশ গড়াই। শনিবার রাতে শহরের এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ। রবিবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। ব্যবসায়ী দীনেশ গড়াইকে ছ’দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, জমি সহ বিভিন্ন অবৈধ কারবারে জড়িত দিনেশ গড়াই বলে অভিযোগ রয়েছে। সরকারি জলা জমি ও পুকুর ভরাটের অভিযোগও রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। তৃণমূলের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত দীনেশ গড়াই। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে- এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এদিকে, জমি কারবারি উইলসনের পরেই দীনেশ গড়াইয়ের গ্রেফতারি নিয়ে শোরগোল শুরু হয়েছে খনি শিল্পাঞ্চলে। সেক্ষেত্রে আগামী দিনে এই তালিকায় কাদের নাম উঠছে- তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে জনমানসে।