সহায়ক মূল্যে ধান কিনতে শিবির উখড়ায়
সংবাদসফর, অন্ডাল : সহায়ক মূল্যে ধান ক্রয়শিবির হল উখড়ায়। মঙ্গলবার এই শিবিরের আয়োজন করা হয় উখড়া গ্রাম পঞ্চায়েতের কে,বি হাইস্কুল চত্বরে । এদিন, কৃষকদের কাছ থেকে মোট ১৫০ কুইন্টাল ধান কেনা হয়। কুইন্টাল প্রতি ২৩২০ টাকা দাম দেওয়া হয় কৃষকদের। এ ব্যাপারে জেলা খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক স্বপন কুমার মাঝি জানান, এদিনের শিবিরে কৃষকদের তরফে আশা অনুরূপ সাড়া পাওয়া মিলেছে। প্রয়োজনে আরও একদিন শিবির করা হবে বলেও জানান তিনি । অন্যদিকে, শাসকদলের কৃষকসভার উখড়া অঞ্চল সভাপতি গৌতম গড়াই বলেন, সহায়ক মূল্যে ধান কেনায় উপকৃত হচ্ছেন কৃষকরা। আগে এ ধরনের সুযোগ না থাকায় ফড়েদের উৎপাতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন তারা। সেক্ষেত্রে অভাবি বিক্রি বন্ধের পাশাপাশি সরকারের তরফের ধান কেনায় লাভবান হচ্ছেন কৃষকরা বলে জানান তিনি। তার কথায়, বর্তমান রাজ্য সরকারের তরফে কৃষি সহ কৃষিজীবীদের সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু সহায়ক মূল্যে ধান কেনাই নয়, এখন সরকারের পক্ষ থেকে কৃষকদের উন্নত মানের বীজ, সার সরবরাহ করা হয়। এসবের ফলে কৃষকদের আর্থ-সামাজিক ও রাজ্যের কৃষি ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। সেক্ষেত্রে চাষবাসের প্রতি আগ্রহ বেড়েছে বর্তমান প্রজন্মের বলে দাবি করেন তিনি। এদিন, শিবির পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় ।