নেতাজির জন্মদিবসে ছুটি বাতিল, অভিযোগে বিক্ষোভ বাংলা পক্ষের

সংবাদ সফর, আসানসোল: নেতাজির জন্মদিবসে ছুটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এই অভিযোগে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের গেটের সামনে অবস্থান-বিক্ষোভে নামে বাংলা পক্ষ। যদিও এ ধরনের অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্তাব্যক্তিরা। বাংলা পক্ষের সদস্যদের অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুরুত্ব দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বাংলা ও বাঙালিদের অসম্মান করা হচ্ছে। এমনকি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত এই সংস্থায় তাঁকেও যথাযথ সম্মান দেওয়া হয় না বলে সরব হন বাংলা পক্ষের পশ্চিম বর্ধমানের প্রতিনিধি অক্ষয় বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, এ ব্যাপারে তাদের তরফে সিএলডব্লিউ-র জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদানেও বাধা দেওয়া হয়। যদিও পরে বাংলা পক্ষের সদস্যদের জিএম অফিসে ডেকে পাঠানো হয়। একইসঙ্গে ওই সংগঠনের বিভিন্ন অভিযোগ সংক্রান্ত স্মারকলিপিও গ্রহণ করা হয় সংশ্লিষ্ট প্রশাসনের তরফে।
তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের ছুটি বাতিল সংক্রান্ত অভিযোগ নস্যাৎ করে দেন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের ডেপুটি জেনারেল ম্যানেজার। আগের মতো এবারও নেতাজির জন্মদিন রেস্ট্রিকটেড হলিডে হিসেবেই রাখা হয়েছে। আলাদা করে ওইদিন ছুটি বাতিলের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। একইসঙ্গে তিনি জানান, সংস্থার অনুমোদিত ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই ছুটির তালিকা তৈরি হয়। সেক্ষেত্রে কোন ছুটি বাতিল করা হয়নি বলে সাফ জানিয়ে দেন ওই রেলকর্তা।