প্রাক্তন কাউন্সিলরের গাড়িতে হামলা, অভিযোগে চাঞ্চল্য

সংবাদ সফর, দুর্গাপুর: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গাড়িতে ভাঙচুর। এই অভিযোগে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এবিএল কলোনিতে। দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাজি। কলোনির এল আর এম আবাসন এলাকায় থাকেন তিনি। গত ১৮ মার্চ গভীর রাতে তার ছেলের চারচাকা গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এ ঘটনায় গাড়ির পেছনের কাঁচ সহ বিভিন্ন অংশে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে সংশ্লিষ্ট নিউ টাউনশিপ থানায় নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের নেতা তথা প্রাক্তন কাউন্সিলর। তার কথায়, শিল্পাঞ্চলের শান্ত নিরিবিলি এলাকা বলে পরিচিত এবিএল কলোনি। সেক্ষেত্রে এই এলাকাকে অশান্ত করতে কেউ বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ দীপেনবাবুর। তবে শুধু প্রাক্তন কাউন্সিলার নয়, এ ঘটনায় রীতিমতো আশঙ্কা ব্যক্ত করেছেন কলোনির বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।