শিল্পাঞ্চল

দমকল কর্মীদের প্রীতি সম্মেলনের সূচনায় মন্ত্রী

সংবাদ সফর দুর্গাপুর: উৎসবের দিনেও কর্তব্যে অবিচল। পুজোর দিনগুলি আনন্দময় করে তুলতে তারা তৎপর। উচ্ছাস, উৎসবের আনন্দ ভুলে সাধারণ মানুষজনের মুখে হাসি ফোটাতে তারা অতন্দ্র প্রহরী, তারা দমকল কর্মী। পুজোর দিনেও পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে উৎসবের আনন্দে শরিক হতে পারেননি। তাই দুর্গা, কালি, ছট, জগদ্ধাত্রী পুজোর শেষে রবিবার পরিবার-পরিজনদের নিয়ে প্রীতি সম্মেলনে মাতলেন দমকল কর্মীরা। দুর্গাপুর দমকল বিভাগের এই প্রীতি সম্মেলনে নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দমকল কর্মীদের এই আনন্দ অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ বিশিষ্ট জনেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button