মানুষের ঢল মহামিছিলে, কেন্দ্রকে তোপ তৃণমূলের

সংবাদ সফর, আসানসোল, ২২, জুন: ছাব্বিশের নির্বাচনে ২৭০-এর বেশি আসন পাবে তৃণমূল। রবিবার আসানসোলে মিছিল শেষে দলীয় সভায় এমন দাবি করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। একইসঙ্গে সংখ্যার নিরিখে বিজেপির মহা মিছিলের চেয়ে প্রায় দশ গুণ বেশি লোক সমাগম হয়েছে তৃণমূলের মিছিলে বলে দাবিও করেন তিনি। উল্লেখ্য, গত শুক্রবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি মহামিছিলের আয়োজন করা হয়। তার ৪৮ ঘন্টা পেরোতে না পেরোতেই বিজেপিকে পাল্টা জবাব দিল শাসকদল। এদিন মিছিল শেষে কেন্দ্র সহ বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। একের পর এক খনি বেসরকারিকরণ সহ হিন্দুস্থান কেবলস, বার্ন স্ট্যান্ডার্ডের মতো বৃহৎ শিল্প বন্ধে কেন্দ্রের বিজেপি সরকারের চরম সমালোচনা করেন তিনি। রবিবার বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্বের বিরোধিতায় মুখর হন তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এমনকি সরকারি তরফে জগন্নাথদেবের প্রসাদ বিলিবন্টনের খবর সম্প্রচারে সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকার সমালোচনা করেন তিনি। আসানসোলে এই মহামিছিলে দলের কর্মী সমর্থকদের সঙ্গে পা মেলান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়,রাণীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়,জামুডিয়ার বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান হরেরাম সিং সহ অন্যান্যরা। এদিন মহামিছিল শেষে শহরের গীর্জা মোড়ের দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যনেতা ভি শিবদাসন দাশু, উজ্জ্বল চট্টোপাধ্যায়, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ আরো অনেকেই। সভায় সকলেই বিজেপি সহ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান। বলাই বাহুল্য, রবিবার তৃণমূলের মহামিছিলে দলের কর্মী সমর্থকদের বিশাল উপস্থিতি লক্ষ্য করা যায়।