জেলা
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন প্রশাসনের
সংবাদসফর, আসানসোল: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করল প্রশাসন। এই উপলক্ষে আসানসোলে জেলাশাসক কার্যালয়ে রবিবার আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ-র কনফারেন্স হলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবলম ও জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলার ডিআই সুনীতি সাঁপুই সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে অভিভাবকেরাও ছিলেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফে।