জেলা
সংস্কৃতি উৎসবে মেতে উঠেছে শহর
সংবাদ সফর, আসানসোল: নাচে, গানে, যাত্রাপালায় মেতে উঠেছে জেলা লোকসংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব। গত ২৯ নভেম্বর আসানসোলের কন্যাপুর সেন র্যালে স্টেডিয়ামে এই উৎসবের সূচনা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনা ও জেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবের আয়োজন করা শহরে। সূচনা পর্ব থেকে লোকশিল্পী সহ আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালার আয়োজন করা হয়েছে উৎসব মঞ্চে। উৎসবের দ্বিতীয় দিনে নাকরাসোতা বুড়িমা নাট্য সংস্থার তরফে ‘জীবন দিয়ে প্রেম কিনেছি’ যাত্রাপালা পরিবেশন করা হয়। রবিবার অর্থাৎ তৃতীয় দিনে সামাজিক যাত্রাপালা ‘ আমি সোনার টুকরো ছেলে’ পরিবেশন করে কলকাতার দেবী বন্দনা যাত্রা সংস্থা। প্রতিদিনই বিকেল থেকে উৎসব প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন সংস্কৃতিপ্রেমী মানুষজন।