শিল্পাঞ্চল

স্টলে বাংলাদেশী পতাকার ছবি! বিতর্ক চরমে

সংবাদ সফর, দুর্গাপুর: অগ্নিগর্ভ বাংলাদেশ। হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর নারকীয় অত্যাচারের খবরে রীতিমতো আলোড়ন শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর এসবের মধ্যেই দুর্গাপুর উৎসব প্রাঙ্গনে একটি স্টল ঘিরে বিতর্ক চরমে উঠল। স্টলের মাথায় বাংলাদেশ লেখা সাইনবোর্ডে এদেশের পতাকার ছবি জ্বলজ্বল করছে। শনিবারই এ দৃশ্য চোখে পড়ে মেলা ময়দানে আসার মানুষজনের। প্রতিবাদ শুরু হতেই ওই বিতর্কিত ব্যানার ছড়িয়ে রাখেন স্টল মালিক বা তাঁত বস্ত্র বিপণির দোকানদার শেখ শামসুর রহমান। কিন্তু তাতে বিতর্ক থামানো যায়নি। রবিবার এসবের প্রতিবাদে পথে নামে বিজেপি নেতৃত্ব। অবিলম্বে ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান বিধায়ক লক্ষণ ঘোড়ুই। একইসঙ্গে এ ধরনের বিতর্কিত স্টল লাগানোর ক্ষেত্রে মেলা কমিটি সহ তৃণমূলের মদতের অভিযোগ আনেন তিনি।

এদিকে, এসব বিতর্কে জেরে ওই স্টলটি বন্ধের সিদ্ধান্ত নেয় মেলা কমিটি। যদিও দোকানদারের বক্তব্য, ঢাকাই জামদানি রাজশাহী সিল্ক সহ বাংলাদেশী তাঁত বস্ত্রের ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষনে এ ধরনের ব্যানার বা সাইনবোর্ড লাগানো হয়েছিল। তারা এদেশেরই নাগরিক বলেও জানান তারা। এদিকে, এসব নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগে সোচ্চার শাসকদল। একই সঙ্গে এসবের পেছনে চক্রান্ত বা ষড়যন্ত্রের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা তৃণমূল সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button