টমেটোর গাড়িতে গাঁজা উদ্ধার, ধৃত পাঁচ

সংবাদ সফর, আসানসোল: টমেটো বোঝাই গাড়িতে গাঁজা! শুক্রবার কুলটিতে পুলিশি তল্লাশিতে এমনই ঘটনা প্রকাশ্যে আসে। বেআইনি গাঁজা পাচারের দায়ে আপাতত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে পুলিশের ডেপুটি কমিশনার (ওয়েস্ট) সন্দীপ কাররা জানান, পুরুলিয়া থেকে একটি চার চাকা ও একটি বোলেরো পিকআপ ভ্যান আসছিল। কুলটির ডিসেরগড় এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও কুলটি থানার নাকা তল্লাশি থেকে বাঁচতে গাড়ির চালক সহ আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশের তৎপরতায় গাড়িগুলিকে আটকানো হয়। ওই দুটি গাড়ি থেকে ২৩০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা সকলেই আসানসোলে বাসিন্দা বলে জানান ওই পুলিশকর্তা। তার কথায়, পিকআপ ভ্যানে ৫০ ক্যারেট টমেটো ছিল। তার নিচেই গাঁজার সন্ধান মেলে। শনিবার ধৃতদের আদালতে তোলা হবে। একইসঙ্গে এ ঘটনার তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ বলে জানান ডিসি ওয়েস্ট সন্দীপ কাররা। এদিন এই সাংবাদিক বৈঠকে ডিসি ওয়েস্ট ছাড়াও এসিপি কুলটি এস কে জাভেদ হোসেন, কুলটি থানার আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত উপস্থিত ছিলেন।