জেলায় পুজোমণ্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী

সংবাদ সফর, আসানসোল: দূর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জেলার ১৫টি মন্ডপের ভার্চুয়ালি উদ্বোধন সারেন তিনি। এদিন, বারাবনি বিধানসভার অন্তর্গত বারাবনি গান্ধীনগর ও সালানপুরে পিঠাকেয়ারী সার্বজনীন দুর্গাউৎসব কমিটির পুজোমণ্ডপের উদ্বোধন করা হয়। একইসঙ্গে এই তালিকাতে দুর্গাপুরের চতুরঙ্গ, ডুমুরতলা সার্বজনীন, পানাগড়ের মিত্র সংঘের পুজো মন্ডপও ছিল। এদিন সালানপুরে পিঠাকেয়ারী সার্বজনীনের মণ্ডপে দুটি এল.ই.ডি টিভি লাগানো হয়।রাজ্যের মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন দেখতে পিঠাকেয়ারী পূজা মণ্ডপে পূজা কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার মানুষজনের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। সালানপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, ডিসি ওয়েস্ট ওয়েস্ট,এসিপি কুলটি এস.কে জাবেদ হোসেন সহ প্রশাসন ও পঞ্চায়েতের কর্তা ব্যক্তিরা।