জেলা

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে বালির দাম দ্বিগুণ, কটাক্ষে সিপিএম

সংবাদ সফর, আসানসোল: বালি পাচার বন্ধে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে কটাক্ষ করল সিপিএম। দলীয় নেতৃত্বের বক্তব্য, রাজ্যের মুখমন্ত্রীর হুশিয়ারীর পরে বালির দাম দ্বিগুনের বেশি হয়ে গিয়েছে। তাই করজোড়ে মুখ্যমন্ত্রীকে বেআইনি বালি পাচার বন্ধের হুশিয়ারী না দেওয়ার আবেদন জানান সিপিএম নেতা। তার দাবি, বালি চোরেরা কালোবাজারি করছে!রাজমিস্ত্রি সহ নির্মাণ কাজে যুক্ত মানুষ জন কাজ হারাচ্ছেন। রবিবার এসবের প্রতিবাদে কুলটি ১ নং এরিয়া কমিটির তরফে এক অভিনব মিছিলের আয়োজন করা হয়। এদিন দলের কর্মী সমর্থকেরা নিয়ামতপুরে বালি ভর্তি ধামা মাথায় সামিল হন দলের কর্মী সমর্থকেরা। মিছিলে উপস্থিত ছিলেন কুলটি এরিয়া ১ কমিটির সম্পাদক দেবানন্দ প্রসাদ। তিনি বলেন, আগে এক গাড়ি বালি ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হত। এখন তা বেড়ে সাড়ে চার হাজার হয়েছে। সেক্ষেত্রে বালি পাচার বন্ধে মুখ্যমন্ত্রী হুশিয়ারীতে বালির দাম দ্বিগুনের বেশি হয়ে গিয়েছে। ফের হুঁশিয়ারি দিলে দাম নাগালের বাইরে চলে যাবে বলে কার্যত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন সিপিএম নেতৃত্ব। একইসঙ্গে এ প্রসঙ্গে শাসকদলের বিরুদ্ধে কাটমানির অভিযোগে সুর চড়ান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button