বিয়েতে বিবাদ, মৃত্যু যুবকের

সংবাদ সফর, দুর্গাপুর: বিয়ের অনুষ্ঠানে বিবাদ। আর তার জেরেই প্রাণ গেল এক যুবকের। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল শিল্পাঞ্চল। শনিবার নিউ টাউনশিপ থানা এলাকার ভ্যাম্বে কলোনিতে বিয়ের অনুষ্ঠান ছিল । সেখানেই কনে পক্ষের তরফে নাচ গানের আসর বসানো হয়। বরাকর থেকে রাত্রি একটা নাগাদ বরযাত্রীরা এসে সেখানে পৌঁছায়। এরপর বরপক্ষের লোকজনেরা গান বদল করতে বলেন। আর তাতেই বিবাদের সূত্রপাত। নিমিষেই তা মারাত্মক আকার ধারণ করে। কনে পক্ষ ও বরপক্ষের সংঘর্ষে মৃত্যু হয় বছর আঠারোর আর্টিস্ট বেদের। এ ঘটনার জেরে বিয়ের অনুষ্ঠান পন্ড হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে কনের বাবা জাদুকর বেদ বলেন, নাচগানের আসরে গান চালানোকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়ে যায়। দু পক্ষের হাতাহাতি চরম পর্যায়ে পৌঁছায়। আর এসবেই তার ভাগ্নের মৃত্যু হয়েছে। বিয়ে উপলক্ষে তার ভাগ্নে আর্টিস্ট বেদ পাণ্ডবেশ্বর থেকে এখানে আসে বলে জানান তিনি। একইসঙ্গে কনে পক্ষের অভিযোগ, বরযাত্রীরা প্রায় সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। ঝামেলার সময় গুলি করে ওই যুবককে খুন করা হয়েছে বলে জানান তারা। সেক্ষেত্রে দোষীদের ফাঁসির দাবি জানান কনে পক্ষের লোকজনেরা। তবে গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে, এই অভিযোগ মানতে নারাজ পুলিশ। এসিপি সুবীর রায়ের কথায়, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে যুবককে । এ ঘটনায় অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।