সভাধিপতিকে সংবর্ধনায় কয়লা মাফিয়া! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
সংবাদ সফর, আসানসোল: কয়লা মাফিয়াদের সঙ্গে শাসকের সম্পর্ক নিয়ে সরব বিরোধীরা। প্রতিনিয়ত কয়লার ‘কালা’ কারবারিদের শাসক যোগের অভিযোগে সমালোচনায় সোচ্চার বিজেপি। আর এসবের মধ্যেই জামুরিয়ায় রবিবার একটি অনুষ্ঠানের ভাইরাল ভিডিও ঘিরে জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ওই ভিডিওতে কয়লা পাচার মামলায় অভিযুক্ত শেখ সদ্রুদ্দিনকে জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ির সঙ্গে একই মঞ্চে দেখা যায়। এমনকি সভাধিপতিকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিতে দেখা যায় অভিযুক্ত ওই কয়লা কারবারিকে।
উল্লেখ্য, মঙ্গলবার সিবিআই আদালতে চার্জ গঠন প্রক্রিয়ায় শেখ সদ্রুদ্দীনকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই ভাইরাল ভিডিও হাতিয়ার করে বাজার গরম করতে নেমে পড়েছেন স্থানীয় বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। এ ব্যাপারে বিজেপি মহিলা মোর্চা নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, এ ঘটনায় তৃণমূলের সঙ্গে কয়লা কারবারিদের যোগসাজসের প্রমাণ। বিষয়টি সিবিআইয়ের খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডির বক্তব্য, চোর ডাকাতরাই তৃণমূল দলটা করে। কয়লা, লোহা, বালির অবৈধ কারবারিদের টাকায় তৃণমূল নেতানেত্রীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেন বলেও দাবি ওই কংগ্রেস নেতার। তবে বিষয়টি তার জানা নেই বলে আপাতত মুখরক্ষা করেন তৃণমূল রাজ্য নেতা ভি শিবদাসন দাশু। পাশাপাশি স্রেফ বিরোধিতা করার জন্যই এসব নিয়ে জলঘোলা করছে বিরোধীরা বলে জানান তিনি।