জেলা
বিস্ফোরণে ক্ষতির অভিযোগে কোলিয়ারি অফিসে ভাঙচুর
সংবাদ সফর, আসানসোল: খনিতে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘর। এই অভিযোগে চরম উত্তেজনা ছড়াল চরণপুরে। বুধবার উত্তেজিত জনতা বারাবনির চরণপুর কয়লাখনি অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের কম্পিউটার, আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি ইসিএলের বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায় আশপাশের বাসিন্দারা বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি থানার পুলিশ। কর্তব্যরত ইসিএলের সিআইএসএফ বাহিনী সহ পুলিশের লোকজনেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।