মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাজারে বিক্ষোভ কংগ্রেসের

সংবাদ সফর, দুর্গাপুর ও আসানসোল: অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল কংগ্রেস। শনিবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। দুর্গাপুরের বেনাচিতি বাজার,আশীষ মার্কেট, সগড়ভাঙ্গা ঘোষ মার্কেট, পানাগড় বাজার,অন্ডাল বাজার,জামুরিয়া বাজার,আসানসোল বাজার,নিয়ামতপুর বাজার,পান্ডবেশ্বর বাজার,রানীগঞ্জ বাজার, মানকর হাট সহ বিভিন্ন বাজার এলাকায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হন দলের কর্মী সমর্থকেরা। নিত্য ব্যবহার্য শাকসবজি হাতে প্রতিবাদে মুখর হতে দেখা যায় তাদের। বর্ষীয়ান কংগ্রেস নেতা সুদেব রায়, জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ দুর্গাপুরে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এদিন, কুলটিতেও এসবের প্রতিবাদে সোচ্চার হয় কংগ্রেস। ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে ৬০ নং ওয়ার্ডের মাছ বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলের কর্মী সমর্থকেরা।