রাজনীতি

কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা পুলিশ ফাঁড়িতে

সংবাদ সফর, আসানসোল: কংগ্রেস আছে কংগ্রেসেই। শনিবার থানা ঘেরাও কর্মসূচিতে দলেরই দুগোষ্ঠীর সংঘর্ষে এমন ভাবনা উঠতেই পারে। এদিন, কুলটি বিধানসভার নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে দুই গোষ্ঠীর হাতাহাতির ছবি উঠে আসে। বলাই বাহুল্য, প্রদেশ কংগ্রেসের তরফে ধারাবাহিক নারী নির্যাতন, ধর্ষণ, খুন সহ রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে বিভিন্ন থানায় বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে শনিবার আসানসোলের নিয়ামতপুর ফাঁড়িতে ডেপুটেশনে দিতে আসেন কংগ্রেসের একটি প্রতিনিধি দল। অন্যদিকে, কুলটি ব্লক কংগ্রেসের তরফেও দলীয় পতাকা হাতে সেখানে পৌঁছায় আরেকটি গোষ্ঠী । পুলিশের সামনেই দলের প্রতিনিধিত্বের দাবিতে দুপক্ষের তরফে শুরু হয় বাকবিতন্ডা। তা শেষমেষ হাতাহাতির রূপ নেয়। কংগ্রেসের দু পক্ষের বিতর্ক বিবাদে চরম উত্তেজনা ছড়ায় ফাঁড়ি চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। ঘটনার জেরে বিবদমান গোষ্ঠীর দুজনকে আটক করা হয় বলে খবর মেলে। এসব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসক নেতৃত্ব। এ ব্যাপারে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর বক্তব্য, ব্লক কংগ্রেসের নেতৃত্বেই থানায় বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়া হয়। সেক্ষেত্রে পুলিশ ফাঁড়িতে এ ধরনের আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে এসব নিয়ে সংঘর্ষ সংঘাতের কথা উড়িয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button