সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে সমন্বয় বৈঠক প্রশাসনের
সংবাদ সফর, আসানসোল: সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করতে তৎপর প্রশাসন। তারই লক্ষ্যে শনিবার আসানসোলের রবীন্দ্রভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তা সহ বিভিন্ন প্রশাসনিক দফতরের কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের তরফে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে পুজো উদ্যোক্তাদের বিভিন্ন বিধি নিষেধের বিষয়ে অবহিত করা হয়। পুজো প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি, প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বেশি সংখ্যক সেচ্ছাসেবী রাখার বিষয়ে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচারেও উদ্যোক্তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়। পাশাপাশি পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, জেলায় উৎসব মুখর দিনগুলিতে মানুষ পথে নেমে যাতে কোনও বিপত্তিতে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সাধারণ মানুষ যেন সুস্থ ভাবে ঠাকুর দেখতে পারে সেই দিকে নজর রাখতে হবে বলেও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, জেলায় মোট পূজো কমিটির সংখ্যা ১১৭০। তার মধ্যে এদিন ৯টি পুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদানের ৮৫ হাজার টাকার চেক পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। শনিবার রবীন্দ্র ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী,জেলাশাসক এস পোন্নামবালাম, আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, ডেপটি মেয়র ওয়াসিমুল হক, পুর নিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক মহম্মদ ইউনিস, দমকল বিভাগের আধিকারিক, পুলিশ আধিকারিক সহ আরও অনেকেই।