বিস্ফোরণে প্রাণহানির আশঙ্কা! অভিযোগে বিক্ষোভে বাসিন্দারা
সংবাদ সফর, আসানসোল: খনিতে বিস্ফোরণের ফলে বিপাকে পড়েছেন স্থানীয় মানুষজন। ঘর বাড়িতে ফাটল তো বটেই, বিস্ফোরণের ফলে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে এলাকায়। এই অভিযোগেই মঙ্গলবার জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির শালডাঙ্গা মন্ডল পাড়ার খোলা মুখ খনিতে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষজন। পরিস্থিতি সামাল দিতে আসা সিআইএসএফ বাহিনীকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতি থেকে মাত্র ২০০ মিটার দূরে রয়েছে কেন্দা ওসিপি ২ নং প্রজেক্ট। সেখানে বিস্ফোরণের জেরে প্রতিদিনই প্রায় ঘরবাড়িতে ফাটল দেখা দিচ্ছে। এমনকি বিস্ফোরণের ফলে বড় বড় পাথরের টুকরো উড়ে আসছে এলাকায়। ফলে বড়সড় দুর্ঘটনায় এমনকি প্রাণহানিও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বারবার জানানো সত্বেও কাজের কাজ কিছু হয়নি। সেক্ষেত্রে নিয়মমাফিক ব্লাস্টিং সহ যথাযথ পুনর্বাসনের দাবিতে এই বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে বলে জানান তারা। দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।