অজয়ে নিখোঁজ এক কিশোরের দেহ উদ্ধার

সংবাদ সফর, দুর্গাপুর: এক কিশোরের দেহ উদ্ধার করল পুলিশ। উদ্ধার কিশোরের নাম রাহুল রায়। এখনও নিখোঁজ-কিশোর শুভেন্দু মন্ডলের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান এসিপি কাঁকসা সুমন জয়সওয়াল। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে অজয় নদের শিবপুর ঘাটের অদূরে তলিয়ে যায় রাহুল রায় ও শুভেন্দু মন্ডল নামের দুই নাবালক। বিকেলে দুর্গাপুরের চাষিপাড়া এলাকার টালিগঞ্জের রাহুল, শুভেন্দু সহ চার বন্ধু জয়দেবে মেলা দেখতে আসেন। তাদের মধ্যে রাহুল, শুভেন্দু স্নান করতে অজয় নদে নেমে পড়েন। কিন্তু দুজনেই সাঁতার জানত না। জলে নামার খানিক পরেই তলিয়ে যেতে থাকেন তারা। সাঁতার না জানার ফলে বাকি বন্ধুরা তাদের বাঁচাতে পারেননি। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় অজয় ঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছায়। কিন্তু উদ্ধারকারী দল না থাকায় জয়দেব মেলায় আসা মানুষজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে অবশ্য নিখোঁজ দুই কিশোরের সন্ধানে জোর তল্লাশি শুরু করে পুলিশ। বুধবার বেলার দিকে রাহুল রায় নামের কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। অন্যজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান এসিপি কাঁকসা সুমন জয়সওয়াল।